উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মাওঃ মুহাঃ ইসমাঈল হোসেনের পক্ষে মতবিনিময় সভা করে স্থানিয় গ্রামবাসিরা। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার হাওয়ালভাঙ্গী আলহাজ্ব ওসমান আলী সরদার বাড়ি ইদগাহ ময়দানে সমাজসেবক আলহাজ্ব মতিয়ার রহমান সরদারের সভাপতিত্বে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, সমাজসেবক ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি শিক্ষক মাওঃ মুহাঃ ইসমাঈল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমি এলাকায় উন্নয়নে কাজ করতে চাই। উপজেলা বাসির কল্যানে নিজেকে নিয়োজিত রেখে জীবনের বাকি টুকু সময় বিলিয়ে দিতে চাই। শিক্ষক এবিএম আব্দুল মান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সমাজ সেবক ও রাজনীতিবীদ আলহাজ্ব আব্দুল হাকিম সরদার, শিক্ষক ও ডাঃ মোর্তজা কামাল, সমাজ সেবক এসএম ইলিয়াস হোসেন, হামজার আলী গাজী, শিক্ষক মাওঃ শমশের আলী, হাফেজ মাওঃ সিরাজুল ইসলাম, শিক্ষানুরাগী আয়ুব আলী গাইন, শিক্ষক চিত্তরঞ্জন মিস্ত্রী, হাফেজ মুকিতুর রহমান, ইউনুস আলী সরদার, সিরাজুল ইসলাম গাইন, হাবিবুর রহমান ও শাহাজাহান আলী গাইন প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষক, রাজনীতিবীদ, সমাজসেবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীবৃন্দ পস্থিত ছিলেন ।