বিগ ফাইনালের অপেক্ষায় দেশ
আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ফাইনাল। বিগ ম্যাচ লড়বে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
২০১৬ সালে বিপিএলে প্রথম আগমনে শিরোপার স্বাদ পেয়েছিল কুমিল্লা। অন্যদিকে ছয় আসরের মধ্যে পাঁচবার ফাইনাল খেলেছে ঢাকা। এর মধ্যে তিনবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে তাঁরা।
বিপিএলে আগে মোট নয়বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে সর্বোচ্চ ৫বার জয় পেয়েছে কুমিল্লা। পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে থেকে প্লে অফ শুরু করেছিল ইমরুল কায়েসের দল। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে খেলতে তাঁরা।
অন্যদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেয় ঢাকা। প্লে অফে এলিমিনেটরে চিটাগং ভাইকিংস ও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে খেলবে সাকিবের দল।
ঢাকার চতুর্থ শিরোপা উৎসব নাকি কুমিল্লার দ্বিতীয় সাফল্য। এই উত্তর জানান জন্য অধীর আগ্রহে অপক্ষো করছে পুরো দেশ।
সম্ভাব্য একাদশ:
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, কাজী অনিক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারিন ও উপল থারাঙ্গা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, সঞ্জিত সাহা, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, এভিন লুইস, শহীদ আফ্রিদি এবং থিসারা পেরেরা।