টেকনাফে মাইক্রোবাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ এলাকায় বৃহস্পতিবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। তারা দুজনই মোটরসাইকেল আরোহী।
নিহত শামীম উদ্দিন উপজেলার সদর ইউপির হাজম পাড়া এলাকার আবু ছিদ্দিকের ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত ফিরোজ খান পৌরসভার কলেজ পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে ও একই কলেজের একই বর্ষের ছাত্র।
টেকনাফ মডেল থানার এসআই স্বপন চন্দ্র দাশ বলেন, শামীম ও ফিরোজ মোটরসাইকেলে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে মেরিন ড্রাইভ এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান। আহত হন ফিরোজ। তাকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Please follow and like us: