সখিপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা
দেবহাটার সখিপুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঈদগাহ বাজারস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহব্বত আলীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ১নং ওয়ার্ড সভাপতি মেহেদী হোসেন তাজু, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ৭নং ওয়ার্ড সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি উজ্জ্বল কুমার, যুবলীগ নেতা আব্দুস সেলিম, আছের আলী, সাদ্দাম হোসেন, আব্দুল্যাহ, মিজানুর রহমান, আফজাল হোসেন, জাহিদ হোসেন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানানো হয়। এদিকে, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু দেবহাটা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।