দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচন ব্যবস্থা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা সদর উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সহ সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচন ব্যবস্থা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রীস আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন ও আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপপরিচালক (বিআরডিবি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম আব্দুল গফুর, পৌর জাসদ নেতা আশরাফ সরদার, ছাত্রলীগ সভাপতি মোখলেছুর রহমান। এদিকে মানববন্ধনে প্রার্থীর পক্ষে সংহতি প্রকাশ করে লিখিত বক্তব্য প্রদান করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন (মশু)।
সভায় বক্তারা, সরকারের প্রতি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতিকে না করে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে ও গ্রামাঞ্চলকে আরও উন্নয়ন করতে উপজেলা নির্বাচনে জনগনের উন্মুক্ত ভোটাধিকার থাকা অত্যন্ত জরুরী বলে মনে করেন। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার যেন জনগণের সকলের অধিকার সুনিশ্চিত করে সন্ত্রাস, দুর্নীতি ও দলবাজি মুক্ত নির্বাচন করার আহবান জানানো হয়।