মোবাইল কোর্ট পরিচালনা করে আশাশুনিতে অবৈধ ইটভাটায় জরিমানা
আশাশুনি উপজেলার বড়দলে একটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ইট পানি দিয়ে ভিজিয়ে নষ্ট করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর্ট পরিচালনা করা হয়।
বড়দল ইউনিয়নের ভরাট হয়ে যাওয়া কপোতাক্ষ নদের চরে চাঁদখালী গ্রামের সোবহান সরদার ও শাহাদাৎ হোসেন “আর এস ডি ব্রিক্স” নামে একটি ইট ভাটা স্থাপন করে কয়েক বছর যাবত ইটের ব্যবসা করে আসছেন। পাশে বড়দল গ্রামের রবিউল ইসলাম “এ এস এস” ব্রীকস ও চাঁদখালী গ্রামের নজরুল ইসলাম “এ কে এস” ব্রীক্স নামে আরও দু’টি ভাটা স্থাপন করেছেন।
এসব ভাটায় টিন/ব্যারেল দিয়ে নির্মীত সাধারণ চিমনী ব্যবহার করা হয়ে আসছে। কয়লার পরিবর্তে কাঠ ব্যবহারসহ নানাবিধ অভিযোগ রয়েছে। ইতিপূর্বে কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটা মালিকদের জরিমানা করা হলেও তারা কেউ নিয়ম না মেনে ভাটা পরিচালনা করছেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ দল নিয়ে বুধবার আরএসডি ব্রিক্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পরিবেশ বান্ধব ফিট চিমনির পরিবর্তে টিনের.ব্যারেলের চিমনী ব্যবহার ও কাঠের ব্যবহারের অপরাধে ভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা ও চিমনি ভেঙ্গে দেওয়া হয়। একই সাথে ২ লক্ষাধিক কাচা ইট ফায়ার সার্ভিসের দম কলের সাহায্যে পানি ছুড়ে বিনষ্ট করা হয়। পাশের ‘এএসএস’ ব্রীক্স ও ‘একেএস’ ব্রীক্স-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি।
পরবর্তীতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানাগেছে। এসময় এলাকার বহু মানুষ, জন প্রতিনিধি, সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।