এনউবিটি খুলনাতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উপর ৩দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের জন্য ৩দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিইএসি) এর আয়োজনে নতুন নিয়োগ প্রাপ্ত ৭টি বিভাগের ২৬জন শিক্ষক বৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
এ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো- এ্যাডভাইজর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ রবিউল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব রাজীব হাসনাত শাকিল, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাসুম মুরতাজা।
৩দিন ব্যাপী কর্মশালার শেষে প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, প্রফেসর মো: আব্দুল মতিন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ও এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের অ্যাডভাইজর শরিফ মোহাম্মাদ খান।
কর্মশালা টি পরিচালনা করেন, আইকিইএসি এর সহকারী পরিচালক ও ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এস এম মনিরুল ইসলাম।