বুরকিনা ফ্যাসোতে সেনা অভিযানে ১৬৭ সন্ত্রাসী নিহত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফ্যাসোয় সেনা অভিযানে অন্তত ১৬৭ সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
সেনাবাহিনী জানায়, সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় ওউদালান প্রদেশে এক সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার সময় অঞ্চলটিতে সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনী সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় পাঁচ সেনা সদস্য নিহত ও অন্তত তিন জন আহত হন। এ হামলার পরপরই সেনাবাহিনী আবার পাল্টা অভিযান পরিচালনা করে। এ অভিযানে ২১ সন্ত্রাসী নিহত হয়।
অভিযানের পর সেনাবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আরেকটি স্থল ও বিমান অভিযান পরিচালনা করে। এতে অন্তত ১৪৬ সন্ত্রাসীর মৃত্যু হয়।
অভিযান সম্পর্কে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, দেশের সাধারণ জনগণের জন্য দেশের মাটি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ হবে, ততক্ষণ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
বুরকিনা ফ্যাসোতে ২০১৫ সাল থেকেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। গেল ডিসেম্বরে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর চালোনো এক সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছিল।
Please follow and like us: