পাটকেলঘাটায় ভূমিদস্যু খলিলুর রহমানের হাত থেকে বাঁচতে চেয়ে মিজানুরের সংবাদ সম্মেলন
পাটকেলঘাটায় এক অসহায় পরিবারের সদস্যরা ভূমিদস্যু, চোরাকারবারি, জীবন নাশের হুমকিদাতা সরুলিয়া গ্রামের খলিলুর ফকিরের হাত থেকে রেহায় পেতে মঙ্গলবার বিকাল ৫টায় রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটায় উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী মিজানুরসহ তার পরিবার।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০০৯ সালের মার্চ মাসে মিজানুরের বাবা আব্দুল করিম ফকির মারা যাওয়ার পর তারই ছোট ভাই মৃত আব্দুল কাদের ফকিরের বড় ছেলে খলিলুর রহমান ফকির মিজানুর পিতার রেখে যাওয়া পাটকেলঘাটাস্থ ভিটেবাড়ী সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়ে। আমার পৈত্রিক সম্পত্তি গ্রাস করার জন্য বিভিন্ন ভাবে আমার বউ মাসুদা আক্তার ও ৩ বছর বয়সের মেয়ে মুনিয়া রহমান কে হত্যার হুমকি দেয়। সাথে সাথে আমার চাচাতো ভাই বজলুর রহমানের ছেলে মনিরুজ্জামানকে ও হত্যার হুমকি, বিভিন্ন ভাবে হয়রানি, মামলায় দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে চলে।
এছাড়া ভূমিদুস্যু খলিলুর রহমান অবৈধ টাকার জোরে ভাড়াটে মাস্তান বাহিনী দিয়ে আমাকে ভিটে ছাড়া করার হুমকি অব্যাহত রেখেছে। আমাকে ও আমার পরিবারের সদস্যদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে তার রাজত্ব কায়েম করতে চায়। পিতা মারা যাওয়ার পরে তার অত্যাচার বেড়ে যাওয়ায় গত ২০/০৯/১২ ইং তাং পাটকেলঘাটা থানায় খলিলুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করি যার নং-৭৯৬। বর্তমানে আমার পিতার ও আমার চাচাতো ভাই বজলুর রহমানের কেনা সম্পত্তি অবৈধ পন্থায় জোর জুলুম পূর্বক দখল করার হীন প্রচেষ্টায় লিপ্ত আছে। অতিতে খলিলুর রহমান তার গ্রামের নুরআলী গাজীর একমাত্র পুত্র গফ্ফার গাজী ও তার স্ত্রী তাহেরা বেগমের এবং তার পরিবার বর্গের সাথে অবৈধ, অনৈতিক অসামাজিক সম্পর্ক স্থাপন পূর্বক তাদের পরিবারের আর্থিক ক্ষতি সাধন করে। এছাড়া তাদের ভিটা মাটি থেকে উচ্ছেদ করে। খলিলুর রহমান একজন চোরা কারবারি সে মনিরুজ্জামানের মাহেন্দ্রে ফেন্সিডিল রেখে নাটক সাজিয়ে ধরাতে গিয়ে উল্টো পুলিশের কাছে নিজেই ধরা পড়ে।
এসময় কান্না জড়িত কণ্ঠে মিজানুর বলেন খলিলুর রহমান এলাকায় গুন্ডা প্রকৃতির হওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। এ ঘটনায় প্রশাসনের কাছে খলিলুরের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে খলিলুর রহমান জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।