কালিগঞ্জে আওয়ামীলীগ করার কারণে নির্যাতনের শিকার প্রবীণ শিক্ষক
কালিগঞ্জে এক প্রবীণ শিক্ষকের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে আবুল কাশেম সরদার(৬৪)। গতকাল মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে অভিযোগ করে বলেন, ২০১৩ সালের এপ্রিল মাসের ৫ তারিখে জামায়াত ও শিবিরের কিছু ক্যাডার বাহিনী রাতের আধারে ঘরে আগুন লাগায়। এ সময় বসতঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। কয়েক মাস পর তৎকালীন সাতক্ষীরার জেলা প্রশাসক ক্ষতি পূরণ হিসেবে ঐ পরিবারকে সাড়ে সাত হাজার টাকা দিয়েছিলেন।
তিনি আরো বলেন, ১৯৭২ সালে আওয়ামীলীগের ছাত্র রাজনীতি সাথে জড়িত ছিলেন এবং সেই থেকে অদ্যাবধি আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন। তবে প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও মনে প্রাণে আওয়ামীলীগের রাজনীতির আদর্শকে বিশ্বাস করেন। সেই সাথে শিক্ষকতাকে তিনি পেশা হিসেবে বেছে নিয়ে এখন অবসরে আছেন। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার যদি নৌকা প্রতীকের মনোনয়ন পান তাহলে তিনি মানত করবেন। মানতের মধ্যে রয়েছে বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে দুই হাজার টাকা দান। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দুই রাকাত শোকরানা নামাজ আদায় করবেন।
কিন্তু নামাজ আদায় করলেও অভাবের কারণে এখনো পর্যন্ত দিতে পারেননি তিনি। এবং বাবার সাথে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বড় মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী আফিফাহ খাতুন বলেন, জগলুল হায়দার (কাকা) এমপি নির্বাচিত হলে মসজিদে ১০০টাকা দান করবেন। মনে প্রাণে আওয়ামীলীগ করায় ক্ষতিগ্রস্ত হওয়ারসহ বর্তমানে তিনি বাড়িতে বিভিন্ন ধরণের হুমকির সম্মুখীন হচ্ছেন।
আওয়ামীলীগ করার কারণে ১৩ সালে যারা ঘরে আগুন দিয়েছিল ঐ চক্র আবার সক্রিয় হয়ে ঘরের চালে ঢিল মারা, গাছের কুল পাড়া, পথে ঘাটে বিভিন্ন ধরণের অকথ্য ভাষায় গালিগালাজ করছে বলে অভিযোগ করেন তিনি।