শার্শা’য় ধানক্ষেতে মাছচাষ প্রদর্শনী

দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে সারা দেশের ন্যায় যশোরের শার্শা’য় ধানক্ষেতে মাছচাষ প্রদর্শনী ও প্রকল্পভুক্ত খামারীদের প্রশিক্ষণসহ মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১টার সময় সরকারের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে বাস্তবায়িত ধানক্ষেতে মাছচাষ ও পাংগাশকার্প মিশ্রচাষ প্রদর্শনী আরডি এফএফদের প্রশিক্ষণ মৎস্য বীজ উৎপাদন খামার বাগআচড়ায় এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধাণ প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রনজিৎ কুমার পাল। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের আওতায় প্রযুক্তিভিত্তিক মাছ চাষের মাধ্যমে বাংলাদেশ একদিন বিশে^র প্রথম স্থান অধিকার করবে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসানের সার্বিক বাস্তবায়নায় অনুষ্ঠিত উক্ত প্রদর্শনী ও প্রকল্পভুক্ত খামারীদের প্রশিক্ষণসহ মৎস্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান ও যশোর জেলা মৎস্য কর্মকর্তা (উপ-প্রকল্প পরিচালক) লুকাস সরকারসহ শার্শা উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

একইদিন ওই অনুষ্ঠানমালার পূর্বে শার্শা উপজেলায় মাছ চাষে স্বনির্ভর হওয়ায় রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার তালিকাভুক্ত ফিরোজ আহমদের মৎস্য খামার পরিদর্শন ও আগাম বার্তা দিতে শার্শার বসন্তপুর গ্রামে যান কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)