দুনীতি প্রতিরোধে কালিগঞ্জে বিতর্ক রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে ও সততা সংঘ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মহিলা কলেজের হলরুমে অধ্যক্ষ এ,কে,এম জাফরুল আলম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। কলেজের সহকারী অধ্যাপক দেবব্রত মিস্ত্রী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, , দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সদস্য শেখ আনোয়ার হোসেন, সৈয়দ মাহমুদুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার মন্ডল প্রমুখ। বিতর্ক প্রতিযোগীর বিষয় দুর্নীতিই সুশাসনের অন্তরায় এর পক্ষে ও বিপক্ষে রোকেয়া মনসুর মহিলা কলেজের ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। বিষয়ের পক্ষে দলনেতা তাহেরা সুলতানা নেতৃত্বে শাপলা দল চ্যাম্পিয়ন ও বিপক্ষে দলনেতা রাফিয়া আরেফিন এর নেতৃত্বে রানাসআপ হয়। এছাড়া দুর্নীতি প্রতিরোধে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মমতাজজুর রহমান, সহকারী অধ্যাপক মোশারাফ হোসেন, ও প্রভাষক প্রবীর কুমার। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।