আইলা কবলিত শ্যামনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত
আইলা কবলিত শ্যামনগরে ডাঃ মোঃ আব্দুল জলিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বিনামূল্যে চক্ষু শিবির ও লঞ্চ সংযোজন অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আব্দুল জলিল। এসময় উপস্থিত কেন্দ্রীয় মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ ঈসমাইল হোসেন, অধ্যক্ষ মাওঃ ওজায়েরুল ইসলাম, মাষ্টার নজরুল ইসলাম, সানবিমস্ কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ নাসির আহম্মেদ, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।
আজ ০৩ ফেব্রয়ারী সকাল ১০টায় উপজেলা সদরের হায়বতাপুরে অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আবু কওছার এর সঞ্চালনায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে শিবিরে ভিড় জমায়।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় দিনভর এ চক্ষু শিবিরের ৫শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ পত্র সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয় এবং নারী পুরুষ মিলে ১শ জন ছানি পড়া রোগী বাছাই করা হয়। বিএনএসবি চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহন যোগে বাছাইকৃত ছানি পড়া রোগীদের চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। এই সব রোগীদের চোখে বিনামূল্যে লঞ্চ সহযোজন করার পরে হাসপাতালের গাড়ী যোগে শ্যামনগরে পৌঁছে দেওয়া হবে বলে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল জলিল জানান।