আশাশুনিতে অসহায় নাজমা পরিবারের সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলা সদরের ধান্যহাটি গ্রামের অসহায় নাজমা বেগম এর পরিবারের পক্ষ থেকে হয়রানী থেকে মুক্তি ও শান্তিপূর্ণ জীবন যাপনে সহায়তা প্রার্থনা করে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার সকালে কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নাজমার খালাত ভাই পলাশ হোসেনের বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পলাশ হোসেন, নাজমা বেগম ও তার স্বামী আঃ রশিদ জানান, তারা কৃষিজীবি সাধারণ পরিবারের মানুষ। নাজমার পিতা মহান স্বাধীনতা যুদ্ধের গর্বিত সৈনিক মৃত নূর মোহাম্মদ গাইন। তার মুক্তিবার্তা নং ০৪০৪০৭০২০৫। ধান্যহাটি গ্রামের মৃত ধর্মদাশ চক্রবর্তীর ছেলে দেবব্রত ও তাপস চাকরির জন্য টাকার প্রয়োজন হওয়ায় তাদের কাছ থেকে জমি বিক্রয় করার জন্য ব্যাংকের চেক জমা রেখে মোট ৩৩ লক্ষ ৭১ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমি লিখে না দেওয়ায় এবং টাকা ফেরত না দেওয়ায় চেক ব্যাংক থেকে ডিজঅনার হলে লিগ্যাল নোটিশ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে এবং টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র শুরু করেন। তারাসহ তাদের সহযোগি গোপাল অধিকারীর ছেলে বাবলু, তারক চন্দ্র সরকারের পুত্র আশু, সুখলাল সরকার, কালিপদ সরকারের ছেলে বিজন দলবদ্ধ হয়ে মিথ্যা অভিযোগ ও তথ্য প্রকাশ করিয়ে হয়রাণি শুরু করেন। তাদের অত্যাচারে তারা বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ সুযোগে তারা তাদের ঘরে আগুন দিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছেন অভিযোগ করে তারা বলেন, তাদেরকে মাদক দ্রব্য দিয়ে কিংবা অন্য কিছু মিথ্যা অভিযোগ দিয়ে জেলের ঘানি টানানোসহ বিভিন্ন ভাবে হুমকী ধামকী দেওয়া হচ্ছে। তারা প্রাণের ভয়ে বাড়িতে বসবাস করতে পারছেন না। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।