গর্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না সাতক্ষীরাতে ও মেলে ৫০ পয়সার সিঙাড়া
ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ক্যান্টিনে ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গাড়া, একটি চপ এবং একটি সমুচা পাওয়া যায় জানিয়ে বক্তব্য দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামান। ঢাবি উপাচার্যের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এ সময় সামাজিক মাধ্যমে আনেকে সাতক্ষীরার ‘আট আনার দোকান’ এর কথা লিখে বলেন ,
গর্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না সাতক্ষীরাতে ও মেলে ৫০ পয়সার সিঙাড়া এবং এক টাকার পরোটা ও আলুর চপ ।
জানাযায় , সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর বাজারে প্রতিষ্ঠিত এ দোকানটি স্থানীয়দের কাছে ‘আট আনার দোকান’ নামে পরিচিত। এলাকার মানুষ দোকানি মালেক বিশ্বাসকে একজন সৎ ও সহজ সরল লোক হিসেবেই জানেন। এই আট আনার দোকানে এক টাকার পরোটা, আলুর চপ আর ৫০ পয়সার সিঙাড়া খেতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। এলাকায় বেশ চাহিদাও রয়েছে এই দোকানের পণ্যের।
শ্রীরামপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গত ৩০ বছরেরও অধিক সময় ধরে তিনি দোকানটি পরিচালনা করছেন। যেখানে ৫০ পয়সার সিঙাড়া এবং এক টাকার পরোটা ও আলুর চপ বিক্রি করা হয়। ক্রমান্বয়ে জিনিসপত্র ও খাদ্যদ্রব্যের দাম বাড়লেও বাড়েনি এই দোকানের পণ্যের দাম।