কাদাকাটিতে কালিপূজা উপলক্ষে আলোচনা সভা
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি দাশপাড়ায় কালিপুজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা মন্ডপ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
কাদাকাটি তেতুলডাঙ্গী যুব সংঘের তত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। সত্যরঞ্জন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেনা গাজী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন, প্রচার সম্পাদক জগদীশ সানা, যুবলীগ সভাপতি আসিফ ইকবাল রিপন, সেক্রেটারি মিজানুর রহমান, কৃষকলীগ সেক্রেটারি আঃ সোবহান, বড়দল ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু রায়হান সুমন প্রমুখ। যুবলীগ নেতা এম এম সাহেব আলি ও শিক্ষক ইকরামুল ইসলামের পরিচালনায় ও মিঠুন চক্রবর্তী, উত্তম সরকার, বিপ্লব ও রিপনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ৭ হাজার টাকা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেনা গাজী ৫ হাজার ১ শত টাকা অনুদান প্রদান করেন।