প্রচণ্ড শীতে যুক্তরাষ্ট্রে নিহত ২১
প্রচণ্ড শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহরগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে।
এরই মধ্যে দেশটির পাঁচটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কোনো কোনো শহরের তাপমাত্রা ছিল মাইনাস ৫৬ ডিগ্রি ফারেনহাইট। খবর- রয়টার্স।
শিকোগোর জন এইচ স্ট্রগার হাসপাতালের চিকিৎসক পুলাকিদাস স্তাতিস জানান, এর আগে তীব্র শীতে ১২ জনের মৃত্যু হয়েছিল। পরে একই সমস্যায় প্রাণ হারায় কমপক্ষে ৯ জন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা হিমাঙ্কের প্রায় ৬০ ডিগ্রি নীচে রয়েছে। মিনেসোটার আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাঙ্কের চেয়ে ৭০ ডিগ্রি পর্যন্ত নীচে নামতে পারে এই স্টেটের তাপমাত্রা। ১৮০০ সালের পর চলতি বছরই এরকম ঠান্ডা পড়েছে মিনেসোটায়।
হিমাঙ্কের প্রায় ৪ ডিগ্রি নীচে রয়েছে ওয়াশিংটনের তাপমাত্রা। শিকাগোতে বর্তমান তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি, ডেট্রয়েটেও তা হিমাঙ্কের প্রায় ২৮ ডিগ্রি নীচে। নিউইয়র্কে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি।
এছাড়া ওরলিয়ান্স কাউন্টি, নায়াগ্রা ও বাফালো, টরন্টোতে তাপমাত্রা প্রায় মাইনাস ১৪ ডিগ্রি রয়েছে।