এসএসসি পরীক্ষা : অভিভাবকদের করণীয়
এসএসসি পরীক্ষা শনিবার। চলছে রিভিশন পর্ব। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে শিক্ষকের পাশাপাশি অভিভাবককে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এ সময় অভিভাবকের নানা করণীয় রয়েছে…
মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। মূলত: এর মধ্য দিয়েই শিক্ষার্থীর উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত হয়। এ সময়, তারা খুবই উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকে। তাই নিজের সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করতে অভিভাবকের খুবই সজাগ দৃষ্টি রাখতে হয়। সর্বদা পরীক্ষার্থীকে সাহস জোগাতে হবে। তাদেরকে উৎফুল্ল রাখারা পাশাপাশি সময়মত খাবার গ্রহণের দিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সঙ্গে রুটিন অনুযায়ী পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। পড়ালেখার জন্য ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে। টেলিভিশন, মোবাইলসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেন দূরে থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন ফাঁস ও নকল এড়ানোর জন্য অভিভাবকের সুদৃষ্টি। কোনোভাবেই যেনো শিক্ষার্থীরা কোনো কোচিং সেন্টার কিংবা অসাধু চক্রের মাধ্যমে প্রশ্ন ফাঁস এ জড়াতে না পারে।
শোনা যায়, অনেক অভিভাবক নিজেই প্রশ্ন সংগ্রহ করতে উঠে পড়ে লেগে যান। যা তার সন্তানের নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা। এর দ্বারা, মেধার অবমূল্যায়ন করা হয়।
পরীক্ষার্থীদের অনেক সতর্ক থাকতে হবে। পরীক্ষা শুরুর পূর্বেই প্রয়োজনীয় কাগজপত্র (প্রবেশপত্র, কলম প্রভৃতি) সাথে নিয়ে যেতে হবে। সর্বদা পড়া নিয়ে ব্যস্ত থাকলে, হিতে বিপরীত হতে পারে। সময়মত পড়াশোনা করতে হবে। খেলাধুলার জন্যও সময় বের করে নিতে হবে। সর্বোপরি নিজেকে প্রফুল্ল রাখতে হবে। তাহলেই কাঙ্খিত ফল লাভ সম্ভব।