সংসদে যেতে চান সালেহা কাদের
একাদশ সংসদের সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পেতে এবার বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে বন্দরনগরী চট্টগ্রাম থেকে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৮৭ জন। তাদের বেশির ভাগই সাবেক এমপি।
এছাড়া মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সাবেক ছাত্রলীগের বিপুল সংখ্যক নারীনেত্রী দলের টিকিট পেতে লবিং চালিয়ে যাচ্ছেন।
সাবেকদের ভিড়ে বেশকিছু নতুন মুখও দেখা যাচ্ছে। তারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে যেতে চান সংসদে। তাদেরই একজন নারী উদ্যোক্তা ও শিক্ষাবিদ ড. সালেহা কাদের। চট্টগ্রাম-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছেন তিনি।
শিক্ষাকে ডিজিটালাইজড করতে বিশেষ ভূমিকা রাখছেন ড. সালেহা কাদের। সেই সঙ্গে নারী শিক্ষার অগ্রগতি, স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষাবৃত্তিসহ অসংখ্য কাজ করে যাচ্ছেন তিনি।
শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য সামিট স্যালুট নেশন অ্যাওয়ার্ড-২০১৬, অগ্রগামী ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, হোসেন শহীদ সোহরাওয়ার্দী অ্যাওয়ার্ড, জাতীয় নদী সংরক্ষণ কনভেশন অ্যাওয়ার্ড-২০১৬ লাভ করেন ড. সালেহা।
ড. সালেহা কাদের বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নের সঙ্গে নিজের জ্ঞান সম্পৃক্ত করতে চাই। শিক্ষা, নারী উদ্যোক্তা সৃষ্টি, মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের স্বপ্ন নিয়ে আমি সংসদে যেতে চাই।
আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, সংরক্ষিত আসনে এবার রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আওয়ামী লীগ বড় দল, তাই নেতৃত্বের প্রতিযোগিতা বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীদেরই প্রাধান্য দেবেন।
আওয়ামী লীগ থেকে আরো মনোনয়ন চেয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা বেগম, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের মেয়ে বেগম ওয়াসিকা আয়শা খান, শিক্ষাবিদ ড. সালেহা কাদের, সাবিহা নাহার বেগম, হাসিনা মান্নান, চসিক প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, মনোয়ার হাকিম আলী, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, নূর জাহান চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, শাহিদা আকতার জাহান, খাদিজাতুল আনোয়ার সনি, অ্যাডভোকেট রেহেনা কবীর রানু, রেখা আলম চৌধুরী, শামীমা হারুন লুবনা, ফেরদৌস বেগম মুন্নী, আনজুমান আরা চৌধুরী, ফিরোজা বেগম, আঞ্জুমান আরা বেগম।