স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবস
স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তালা উপজেলার নগরঘাটা গ্রামের ঈদগাহ মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে ও পরিবর্তিত আবহাওয়া উপযোগি বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচীর অর্থায়ণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু’র সভাপতিত্বে স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। এসময় তিনি বলেন, ‘স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ চাষ করলে কৃষক অধিক লাভবান হতে পারে। বাংলাদেশ সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বীজ সরবরাহ ও সহায়তা দিয়ে যাচ্ছেন। অধিক ফলন পেতে কৃষকরা দিন দিন বিনা সরিষা ১০ বেশি বেশি চাষ করছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিদর্শন কর্মকর্তা শেখ আনছার আলী, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল হক, উপ-সহকারী কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা উন্নয়ন প্রচেষ্টা নয়ন হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার ফার্ম ম্যানেজার মো. আতিকুল ইসলাম প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মো. মোসলেম সরদার, কৃষক মো. জুলফিকার সরদার, কৃষক রশিদ গাইন, কৃষক মফিজুল ইসলাম, কৃষক মাসুদ হোসেন প্রমুখ। স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ এর মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষাণী অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিনা উপ-কেন্দ্র সাতক্ষীরা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।