ঘরে বসেই নলতার ওরছ শরীফের অনুষ্ঠান দেখা যাবে সাতক্ষীরা ভিশন ক্যাবল অপারেটরে
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্য বছরের ধারা অব্যাহত রেখে এবছরও ৮,৯,১০ ফেব্রুয়ারি এবং ২৬,২৭,২৮ মাঘ রোজ শুক্রবার, শনিবার ও রোববার তিনদিন ব্যাপী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিশিষ্ট দার্শনিক, সাহিত্যিক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সূফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৫ তম বার্ষিক ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হবে।
মো: তারিকুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় ৩ দিন ব্যাপী দেশ বিদেশের প্রখ্যাত আলেম ওলামাদের উপস্থিতে তাফসিরুল কুরআন মাহফিলসহ সমগ্র অনুষ্ঠানটি সাতক্ষীরা ভিশন ক্যাবল অপারেটরের নিজস্ব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও তারিকুল ইসলামের বিশেষ আমন্ত্রণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম আসাদ ওরছ শরীফের মাহফিলে কোরআন তেলওয়াত করবেন।