চট্টগ্রাম পর্ব শেষে সেরা দশ রান সংগ্রাহক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা পাঁচে আধিপত্য বিদেশি ব্যাটসম্যানদের। নিয়মিত ভালো খেলা রাইলি রুশোই এখনো আছেন সবার ওপরে।
১. রাইলি রুশো আসর জুড়েই অসাধারণ খেলছেন রাইলি রুশো। রংপুর ব্যাটসম্যানের মোট সংগ্রহ ৫১৪ রান। তিনি খেলেছেন ১১ টি ম্যাচ। রংপুরের টপ অর্ডার দারুণভাবে সামাল দিচ্ছেন তিনি। পাঁচটি অর্ধশতক ও একটি শতক এসেছে তার ব্যাট থেকে। তবে মুদ্রার উল্টা পিঠটাও দেখেছেন একবার। অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন একবার। তবুও রান সংগ্রহের দিক থেকে রুশোর ধারে কাছে এখনো কেউ নেই।
২. নিকোলাস পুরান সর্বোচ্চ রান সংগ্রাহক রুশোর থেকে ১৩৫ রান কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিকোলাস পুরান। তার সংগ্রহ মোট ৩৭৯ রান। ম্যাচ খেলেছেন ১১ টি। কোনো শতক না থাকলেও অর্ধশতক করেছেন তিনটি। আসরের সর্বোচ্চ ২৮ টি ছয় এসেছে তার ব্যাট থেকে। স্ট্রাইকরেট ১৫৯.৯১।
৩. মুশফিকুর রহিম সেরা পাঁচের একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে আছেন মুশফিকুর রহিম। চিটাগং ভাইকিংসের কাপ্তানের ১১ ম্যাচে সংগ্রহ ৩৭০ রান। তিনিও অর্ধশতক করেছেন তিনটি। স্ট্রাইকরেট ১৩৮.০৫। কোনো ম্যাচেই রানের খাতা খোলার আগে ফিরতে হয়নি তাকে।
৪. লরি ইভান্স রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্সেরর শুরুটা ভালো হয়নি। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়াসহ ভালো রান পায়নি। তবে কুমিল্লার বিপক্ষে সেঞ্চুরি করার ম্যাচ থেকেই বদলে গেছে ইভান্সের খেলা। সেই থেকে ধারাবাহিক ভালো খেলে হয়ে উঠেছেন রাজশাহীর ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ১১ ম্যাচে তার মোট সংগ্রহ ৩৩৯ রান। এবারের আসরের প্রথম সেঞ্চুরিটি করার পর করেছেন আরো দুইটি হাফ সেঞ্চুরি।
৫. অ্যালেক্স হেলস তালিকার পঞ্চম স্থানেও আছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান। রংপুরের হয়ে হেলসেরও শুরুটা ভালো হয়নি। কিন্তু দারুণভাবে ফিরে এসেছেন তিনি। এক শতক ও দুই অর্ধ শতকে তার মোট সংগ্রহ ৩০৪ রান। সেরা পাঁচের মধ্য সর্বোচ্চ স্ট্রাইকরেট ১৬৭.০৩ হেলসের।
এছাড়াও সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় আছেন-
৬. জুনায়েদ সিদ্দিকী-১১ ম্যাচ- ২৯৬ রান।
৭. ইয়াসির আলি- ৯ ম্যাচ- ২৭২ রান।
৮. তামিম ইকবাল- ১০ ম্যাচ- ২৭১ রান।
৯. মোহাম্মদ শাহজাদ- ১১ ম্যাচ- ২৭০ রান।
১০. সাকিব আল হাসান- ১০ ম্যাচ- ২৬৭ রান।