আশাশুনিতে বিজ্ঞান শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিরাময় শক্তি’বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় ও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাহিদুল ইসলামের পরিচালনায় সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রভাষক সজল কুমার আঢ্য, শিক্ষার্থীদের মধ্যে ফয়সাল আহমেদ শিহাব, নাইম ইসলাম, তামাচ্ছুম, সাদিয়া সুলতানা, আঃ রহিম প্রমুখ।