সতর্ক হোন ইউটিউবে!
আপনি একটি ভিত্তিহীন ভিডিও বানিয়েছেন। সেটাতে উল্লেখ করেছেন, চাঁদ বলতে কিছুই নেই! তাহলে ভিডিওটি আপনার কাছেই রেখে দিন। ভুলেও ইউটিউবে প্রচার করবেন না। কারণ আপনার এই চেষ্টা বিফলে যাবে! ভাবছেন কেন? কারণ সম্প্রতি ইউটিউব প্রতিশ্রুতি দিয়েছে, তারা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিষয়কে মিথ্যা হিসেবে উপস্থাপন করা কোনো ভিডিও এবং যেসব তথ্য নিয়ে সন্দেহ তৈরি হতে পারে, এমন ভিডিও প্রচার করবে না।
গেজেটস নাউ এর একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গুগলের অঙ্গ সংস্থা ইউটিউব ভুল তথ্য দিয়ে তৈরি ভিডিও প্রচার বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিভিন্ন দেশের আইনপ্রণেতা জানিয়েছেন, বিশ্বব্যাপী ডিজিটাল মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এক্ষেত্রে ভুল তথ্য দিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রপাগান্ডা ছড়ানোর কাজ করছে।
টুইটার ও ফেসবুক এরই মধ্যে একই ধরনের পদক্ষেপ নিয়েছে। তবে ইউটিউব জানিয়েছে, ভুল তথ্য দিয়ে তৈরি ভিডিও ইউটিউবে থাকলেও এটা দেখা যাবে না।