চার হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন নাট্যশিল্পীরা
দেশীয় টিভি নাটকের শিল্পীদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রধান করবে রাজধানীর চারটি হাসপাতাল। এরইমধ্যে দুটি হাসপাতালের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছে অভিনয় শিল্পী সংঘ। সোমবার রাতে এমনটি জানিয়েছেন সংঘটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
আহসান হাবিব নাসিম বলেন, আমাদের শিল্পীদের স্বাস্থ্যসেবার ব্যাপারে আমরা অনেক দিন থেকেই ভেবেছি কি করা য়ায়। সেই পরিকল্পনা থেকে আমরা রাজধানী ঢাকাকে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিন চারটি অঞ্চলে ভাগ করে চারটি হাসপাতালের সঙ্গে কথা বলেছি। এরইমধ্যে দুটি হাসপাতালের সঙ্গে আমাদের সংগঠনটির চুক্তিও সম্পন্ন হয়েছে। এগুলো হলো- শ্যামলীর স্পেশালাইজড হসপিটাল ও মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। আরো দুটি হাসপাতের সঙ্গেই শীঘ্রই চুক্তি হয়ে যাবে বলে আশা করছি। এ দুটি হাসপাতাল উত্তরা ও পুরান ঢাকার।
নাসিম আরো বলেন, এখন থেকে হাসপাতাল দুটি শিল্পীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা ও আবাসিক ফি’তে ২৫ শতাংশে ছাড় দেবে। সেবার ধরন অনুযায়ী কোনও কোনও ক্ষেত্রে ছাড় বাড়বে। আমাদের সংগঠনের নিবন্ধনযুক্ত শিল্পীরা এই সেবা পাবেন।
সম্প্রতি হাসপাতাল দুটিতে গিয়ে চুক্তি সম্পাদন করেন শিল্পীরা। সেসময় হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, অভিনেত্রী তানিয়া আহমেদ ও অভিনেতা আহসানুল হক মিনু।