বিসিডিএস’র সাতক্ষীরার সাধারণ সভা
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি গঠন ও সমিতির জেলা সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের মুনজিতপুর সমিতির নিজস্ব ভবনে জেলা সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ২০১৮ অনুষ্ঠিত হয়। সমিতির অবৈতনিক সম্পাদক মোঃ কওছার আলীর পরিচালনায় সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ, সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় বাস্তবায়ন, নতুন কমিটি গঠনসহ সমিতির বিভিন্ন উন্নয়ন মূলক দিক আলোচনা করা হয়। এসময় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ হারিছ উল্লাহ, সহ-সভাপতি মোঃ কওছর আলী, মোঃ হাফিজুল ইসলাম, সদস্য যথাক্রমে আলহাজ্ব মোঃ রেজাউল কবির, মোঃ আব্দুল হামিদ, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম পলাশ, মোঃ নাসির উদ্দীন খান, আলহাজ্ব মোঃ শামছুর রহমান, মোঃ আবু হোসেন খোকন, শেখ রফিকুর রহমান মিন্টু, আলহাজ্ব মোঃ আবু আহছান রেজা মামুন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মিজানুর রহমান, মোঃ দবির উদ্দীন, মোঃ মনিরুজ্জামান, মোঃ রুহুল আমীনসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে আলহাজ্ব মোঃ দ্বীন আলী কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিসিডিএস সাতক্ষীরা শাখার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অবৈতনিক সম্পাদক কওছার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায় আলহাজ্ব শেখ হারিছ উল্লাহ, কাজী আক্তার হোসেন, কলারোয়া উপজেলা সভাপতি মোঃ সামছুর রহমান, পাটকেলঘাটা সভাপতি মুজিবুর রহমান, তালা উপজেলার সভাপতি খলিলুর রহমান, সদর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আশাশুনি উপজেলা সভাপতি মনিরুজ্জামান, দেবহাটা উপজেলার সভাপতি দেবকুমার, কালিগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রশিদ, শ্যামনগর উপজেলা সভাপতি প্রফেসর আবু সায়ীদ, ফারিয়ার প্রতিনিধি সাইফুল ইসলামসহ সাতক্ষীরার সর্বস্তরের ঔষধ ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।