৮২ বছর বয়সেও বয়স্ক ভাতার কার্ড পেলোনা কালী পদ মণ্ডল
আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঁকড়া গ্রামের মৃত্য হাজারী মন্ডলের ছেলে কালীপদ মণ্ডল ৮২ বছর বয়সে ও বয়স্কভাতার কার্ড পায়নি। সহায় সম্বলহীন কালীপদ মন্ডলের ২ছেলে ও ৩মেয়ে থাকার সত্বেও কোন জমিজমা না থাকায় অভাব অনাটনের সংসারে কোন বেলা খাবার জোটে আবার কোন বেলা জোটেনা।
কালীপদর কাছে জানতে চাইলে বলেন, ভোটার হওয়ার পর থেকে আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে আসছি অথচ এই সরকারের কোন অনুদান আজ পর্যন্ত আমি ভোগ করতে পারিনি। আজ আমি এই বিছানায় পড়ে আছি। ঔষধ কেনার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি ।তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কালীপদ মণ্ডলের একটাই প্রশ্ন আর কত বছর বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাওয়া যাবে?
Please follow and like us: