রুকি ক্যাটাগরিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা
নতুন বছরের আগমনে আলোচনায় এসেছে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের চুক্তির বিষয়টি। গত বছর কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের সংখ্যা ১০ জনে নামিয়ে এনে চমকের জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারো সেই সংখ্যাটি থাকতে পারে অপরিবর্তিত; অথবা পরিবর্তন এলেও সংখ্যা বাড়তে পারে বড়োজোর একটি।
তবে অনেকটা নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে রুকি ক্যাটাগরিতে চুক্তি করা ক্রিকেটারদের সংখ্যায়। গেল বছর রুকি ক্যাটাগরিতে মাত্র ৩-৪ জন ক্রিকেটারকে স্থান দেয়ার ব্যাপারে ভাবা হলেও বোর্ড এবার বাড়াবে সেই সংখ্যা।
লঙ্গার ভার্সন তথা সাদা পোশাকে ভালো করা ক্রিকেটাররাই এবার সুযোগ পাবেন রুকি ক্যাটাগরিতে। সেক্ষেত্রে কপাল খুলতে পারে তরুণ ও উদীয়মান কয়েকজন ক্রিকেটারের। অন্যদিকে অনেক আলোচনার জন্ম দিয়ে রুকি ক্যাটাগরিতে স্থান করে নেয়া লিটন কুমার দাস এবার যুক্ত হতে পারেন কেন্দ্রীয় চুক্তির তালিকায়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ জন ক্রিকেটার স্থায়ী ভিত্তিতে ও রুকি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা অস্থায়ী ভিত্তিতে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থাকেন।
সবশেষ কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ১০ ক্রিকেটার হলেন- মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। এবার এদের সবাই-ই বহাল থাকতে পারেন কেন্দ্রীয় চুক্তিতেই। ক্যারিয়ারের শেষের প্রহর গোণা মাশরাফীকেও যথারীতি কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা হবে।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে আমরা এভাবেই রাখার চেষ্টা করবো। খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতা মাথায় রেখেই আমরা চুক্তির ক্ষেত্রে সংখ্যা কমিয়েছি। মাশরাফী তো এখনো বাংলাদেশ দলে খেলছে। এখনো অবসরের ব্যাপারে কিছু জানায়নি। যেহেতু খেলছে এবং সিনিয়র ও মেধাবী ক্রিকেটারও ম্যাশ।’
তবে রুকি ক্যাটাগরি থেকে উত্থান ঘটে কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে পারেন লিটন কুমার দাস। দেশের প্রথম সারির এই ব্যাটসম্যানের উত্থানের ব্যাপারটি এখন অনেকটাই নিশ্চিত। বিডিক্রিকটাইম