সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো: ইনামুল হক আর নেই
সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো: ইনামুল হক আর নেই। তিনি আজ শনিবার ভোর সোয়া ৫ টার দিকে সাতক্ষীরার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নানিল্লাহি …..রাজিউন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
দীর্ঘদিন যাবত তিনি কিডনিসহ নানা রোগে ভোগছিলেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, আজ শনিবার বেলা ২ টায় সাতক্ষীরা একাডেমি মসজিদ সংলগ্ন সাতক্ষীরার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে আজ বাদ আছর দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রফেসর ইনামুল হক সাতক্ষীরা সরকারি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তার হাতে গড়া অসংখ্য ছাত্র-ছাত্রী আজ প্রতিষ্ঠিত এবং দেশের নানা জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রবীন এই শিক্ষকের মৃত্যুর খবর জানার পর এলাকায় শোকের ছায়া নেমে আসেছে।