আশাশুনিতে ইয়াবা ও গাঁজাসহ আটক- ২
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে আটক করেছে। শুক্রবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ মোঃ ইয়াছিন আলী এবং আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই বিজন সরকার, এএসআই মোকাদ্দেস হোসেন, এএসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ গোদাড়া গ্রামের মৃত আঃ করিম সরদারের পুত্র আব্দুল সবুর সরদারকে আটক করেন। এসআই সঞ্জীব সমদ্দার ও এএসআই জাকির হোসেন পৃথক অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সোদকনা গ্রামের আফতাব মিস্ত্রীর পুত্র খায়রুল আলমকে আটক করেন। এব্যাপারে মাদকদ্রব্য আইনের পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
Please follow and like us: