নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসন থেকে বিপুল ভোটে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
২৫ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সংসদ সদস্যের নলতার বাসভবনে উক্ত ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদানকালে উপস্থিত ছিলেল নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), সহ-সভাপতি সেলিম শাহারিয়ার, সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ সদস্য এড. এস এম আসাদুর রহমান সেলিম, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আবুল ফজল মাহমুদ বাপী, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবুল হোসেন পাড়, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ ইউনুছ চিশতী, নলতা শরীফ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবীর, সদস্য কে এম রেজাউল করিম, শিক্ষার্থী শাফিন আহমেদ প্রমূখ। শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরার উন্নয়নের রূপকার, সাতক্ষীরাÑ৩ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক কে পুণরায় মন্ত্রী করে সাতক্ষীরা তথা দেশের উন্নয়নের অব্যাহত ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।