শ্যামনগরের শংকরকাটি সততা সংগঠনের সদস্য সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলার শংকরকাটি সততা সংগঠনের উদ্যোগে সদস্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গাজী আক্তার ফারুক, সমাজসেবক মাস্টার সওকত হোসেন, হাবিবুল্লাহ পাড়, শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিক, সংগঠনের সহ – সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সদস্য মোঃ জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজনী মন্ডল সহ শংকরকাটি সততা সংগঠনের সম্পাদকীয় পরিষদ ও সাধারণ পরিষদের সকল সদস্যবৃন্দ।
সভায় নতুন সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনামুলক, কার্যপদ্ধতি, আদর্শগত ও সাংগঠনিক নিয়মনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সভাপতি মুহাম্মদ আলমগীর হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খলিল।
এছাড়াও শংকরকাটি সততা সংগঠন আগামী ২৭ শে জানুয়ারি ১৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ শে জানুয়ারি বিকাল ৩.০০ ঘটিকার সময় শংকরকাটি বাজারে অবস্থিত সংগঠন এর প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হবে। র্যালীতে সকল সদস্য ও সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়ে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সদস্য সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেন ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য মোঃ তানভীর হোসেন।