দেবহাটায় আলী হোসেনের হত্যার ঘটনায় আটককৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ
দেবহাটার আলী হোসেন (২৬) কে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক কালীগঞ্জের নলতা গ্রামের রমজান আলীর ছেলে জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটার চিনেডাঙ্গা বিলের একটি ঘের থেকে আলী হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। নিহত আলী হোসেন উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ও পেশায় একজন কংক্রিট মিস্ত্রী ছিলেন। স্ত্রীর পরকিয়ার কারণে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে সন্দেহ করে ঐদিনই নিহত আলী হোসেনের স্ত্রী আছমা ও তার প্রেমিক জাকিরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় নিহত আলী হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-৭/১) দায়ের করেছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান,হত্যাকান্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক জাকির হোসেনের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা সম্ভব হচ্ছেনা উল্লেখ করে তিনি বলেন,পুলিশের পক্ষ থেকে আটককৃত আছমা খাতুন ও জাঁকিয়ের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।