ডিপিডিসিতে ৫৬ জনের পদোন্নতি
সহকারী প্রকৌশলী পদ থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী পদে ৫৬ জনকে পদোন্নতি দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন (ডিপিডিসি) কোম্পানি লিমিটেড।
বুধবার বিকেলে কোম্পানির নির্বাহী পরিচালক (প্রশাসন) জয়ন্ত কুমার সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
জানা যায়, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানী ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এর নির্দেশে গঠিত ৬ সদস্যের ডিপিডিসির পদোন্নতি বোর্ড গঠন করা হয়। এই বোর্ড সহকারী প্রকৌশলী ১১২ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
পদোন্নতি পাওয়া একাধিক কর্মকর্তা জানান, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় এ পদোন্নতি সম্ভব হয়েছে।
ডিপিডিসির সূত্রে জানায়, এ পদোন্নতির মধ্যে দিয়ে প্রকৌশলীদের দীর্ঘদিনে জটিলতা নিরসনের অবসান হয়েছে। এখন সহকারী প্রকৌশলী পদ খালি হওয়ায় চলতি মাসেই উপ -সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান জানান, বর্তমান সরকারের সদিচ্ছার কারণে এটা সম্ভব হয়েছে। এর ফলে ডিপিডিসির সার্বিক কার্যক্রমের গতিশীলতা অনেকাংশে বেড়ে যাবে।