তরুণ প্রজন্মের প্রতি নৌকায় ভেটের আহবান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, অধ্যাঃ ডাঃ আ,ফ,ম রুহুল হক নির্বাচনী প্রচার প্রচারণা ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আহবান জানিয়ে বলেন- আমার নির্বাচনী এলাকার তরুণ প্রজন্ম, যুবসমাজের সকল ভাই ও বোনেরা।এদেশের নাগরিক হিসাবে তোমাদের প্রত্যেকের যে কোন রাজনৈতিক দলের প্রতি সমর্থন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে।
কিন্তু তার জন্য প্রয়োজন সচেতনতা। আর সচেতনরাই মানব সমাজে সর্বোৎকৃষ্ট ও প্রতিষ্ঠিত। চিরাচরিত বেকারত্বের অভিশাপ ও অর্থনৈতিক মুক্তির জন্যে আমাদের ঘুরে দাড়াবার শক্তি অর্জন করতে হবে। তার জন্য চাই প্রযুক্তিগত শিক্ষা ও কর্মসংস্থান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে, সেই উন্নয়নে অংশ হিসাবে আমি সাতক্ষীরা কে একটি আধুনিক সমৃদ্ধিশীল জেলা ও এই অবহেলিত জনপদের তরুণ যুবসমাজের সম্ভাবনাময় অদূর ভবিষ্যৎ সুপ্রসন্ন করার লক্ষে সুদূরপ্রসারী চিন্তা চেতনা নিয়ে বিশেষ কিছু প্রতিষ্ঠান স্থাপন করেছি। যাহা তোমাদের কে অন্ধকার থেকে আলো ও পরনির্ভর হতে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে নেবে। আধুনিক সাতক্ষীরা মেডিকেল কলেজ, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলোজি – মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল, যুব প্রশিক্ষণ একাডেমি ও কৃষি গবেষণা কেন্দ্র। আগামীতে আরও বিশেষ কিছু প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা রয়েছে। যাহা যুব সমাজ কে বেকারত্বের অভিশাপ মুক্ত ও সাতক্ষীরার অর্থনৈতিক মুক্তি দেবে।সুতরাং আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে তোমাদের বিবেচনা দ্বারাই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে ভোট প্রদান করবে এবং এলাকার সকল কে অবিহিত করবে। মনে রাখবে একমাত্র শেখ হাসিনাই পারে শেখ হাসিনাই পারবে। নৌকা প্রতীক আমাদের সমৃদ্ধির প্রতীক।