সাতক্ষীরায় এক্রোবেটিক শো-এ মুগ্ধ দর্শক
সন্ধ্যা কেবল শুরু চারি দিকে অন্ধকার নেমেছে । এক্রোবেটিক দলের সদস্যরা মঞ্চ সজ্জায় ব্যস্ত । কিছুক্ষণের মধ্যেই ভরে গেলো শিল্প কলার হল রুম । এর পর সীমাহীন নিস্তব্ধতা । সমস্ত নিস্তব্ধতা ভেঙ্গে আলোর রোসনায়তে ভরে উঠলো শিল্পকলার মঞ্চ । একের পর এক জাদু করি খেলা দেখিয়ে মাতিয়ে রাখলো দর্শককে ।
আজ বৃহস্পতিবার রাত ৮:৩০ টায় জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে ছিলো চোখ ধাঁধানো এক্রোবেটিক শো-এর প্রদর্শনী । সারা দেশে সুস্থ বিনোদন ছড়িয়ে দেওয়ার লক্ষে সারাদেশ ব্যাপী এক্রোবেটিক শো-এর আয়োজন করা হয় । সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা জেলায় এর প্রদর্শন চলছে ।
এরে আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা মঞ্চে বিকালে একটি আর একটি শো প্রদর্শন হয় ।
প্রদর্শনীতে মঞ্চায়ন হয়Í হ্যান্ড স্কিল, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, রোপ রাউন্ড, চেয়ার সেটিং, ব্যারেল ব্যালেন্স, বডি ব্যালেন্স, মাউথ স্কিল, রিং জাম্প, টপ টু আমব্রেলা ইত্যাদি।
এক্রোবেটিক দলের সবাই চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। সার্কাস-যাত্রা হারিয়ে যাওয়ার প্রাক্কালে এটাকে রক্ষা করতেই ২০১২ সালে এই এক্রোবেটিক শো-এর উদ্যোগ নেওয়া হয়।
এক্রোবেটিক প্রদর্শনীর তরুণ দর্শক রনি দত্ত জানান , শিল্পকলা যদি এই ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে আমরা নিয়মিত শিল্পকলা মঞ্চে আসবো। ভিন্ন ধর্মী এ আয়োজনে আমরা সকলে আনন্দিত ।
জেলা শিল্পকলার সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটন দৈনিক সাতক্ষীরাকে জানান, সুষ্ঠু সংস্কৃতির বিকাশ ও মানুষকে একাডেমি মঞ্চের দিকে আনার জন্য আমরা বিবিধ কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি । কয়েক দিন আগে আমাদের মঞ্চে যাত্রাপালা অনুষ্ঠিত হয় । এছাড়া গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া পালা গানা , জারি-সারি গান , পট গান , বাউল গান , পুতুল নাচ সহ যাত্রা পালার আয়োজন করছি ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, শিল্পকলার সভাপতি শেখ মোসফিকুর রহমান মিলটন, মহিলা কমিশনার জ্যোসনা,নুরুল হক, হারুন উর রশিদ,রতœা,সাথী অনেকে ।