ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশের ১৫টি পেজ-একাউন্ট বন্ধ
বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশ থেকে খোলা ছয়টি একাউন্ট ও নয়টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির নিউজরুমে প্রকাশিত এক পোস্টে সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি বলছে, সমন্বিতভাবে ভুয়া পোস্ট দেয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যে নয়টি পেজ ও একাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে বাংলাদেশের ‘সরকারের পক্ষে’ এবং ‘বিরোধী দলের বিপক্ষে’ ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করিয়ে এই পেজ ও একাউন্টগুলো বন্ধ করা হয়েছে।
ফেসবুক আরো জানায়, বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জন। বন্ধ হওয়া পেজগুলো বুস্ট করতে (বিজ্ঞাপন বাবদ) ৮০০ ডলার ব্যয় করা হয়েছে। এই পেজগুলোর মধ্যে কয়েকটি হলো বিডিএসনিউজ২৪ ডট কম, BBC-BANGLA বিবিসি বাংলা, নিউজ দিনরাত২৪ ডট কম।