শান্তিতে থাকতে চাইলে লাঙ্গল মার্কায় ভোট দিন :এসএম নজরুল ইসলাম
তালায় মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টি মনোনীত,তালা -কলারোয়ার উন্নয়নের রুপকর,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্মুক্তকৃত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)আসনে, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে লাঙ্গল প্রতিকে বিজয়ী মিছিল,শোডাউন,পথসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল(বৃহ:বার) উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র জাতপুর বাজারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের নেতৃত্বে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে মিছিল বের হয় ।
উক্ত সময় প্রধান অতিথি হিসাবে সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তালা-কলারোয়ার উন্নয়নের রুপকর,সাবেক সৈয়দ দিদার বখ্ত । তাকে আপনাদের মুল্যবান ভোটিটি দিয়ে বিজয়ী করুন কারণ তালা -কলারোয়ার সাধারণ জনগণ আজ শান্তিতে নেই সবসময় দুচিন্তায় দিনাতিপাত করেন । আমরা স্থানীয় নেতৃত্ব চাই আর স্থানীয় নেতা হিসাবে সৎ,যোগ্য,দুর্নীতি মুক্তি প্রার্থী সৈয়দ দিদার বখ্ত কে লাঙ্গল প্রতিকে আপনার সুচিন্তিত মতামত দিয়ে বিজয়ী করুন । মিছিলটি জাতপুর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে মাঝিয়াড়া বাজের মিছিল করে এক পথ সভা অনুষ্ঠিত হয় ।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাড:জিল্লুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান,মীর কাইয়ুম ইসলঅম ডাবলু,সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব,জাপা নেতা তকিম উদ্দীন,রহমত আলী,যুব সংহতির উপজেলা সভাপতি সরদার কবির আহমেদ,যুবনেতা কাজী আসাদ, ছাত্র সমাজ উপজেলার সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্রনেতা কাজী জীবন,সাগর মোড়ল,তরুন পার্টির সভাপতি ইউনুচ আলী প্রমুখ । মিছিলে কয়েক হাজার লাঙ্গলের সর্মাথক অংশ নেন ।অপরদিকে জালালপুর,মাগুরা,খেশরা,ইসলামকার্টি ইউনিয়নব্যাপি জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আকরামুল ইসলামের নেতৃত্বে ২০০শতাধিক মটর সাইকেলের ও গণসংযোগ করেন ।