চালতেতলা বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নৌকায় ভোট চেয়ে চালতেতলা বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চালতেতলা বাজারে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনের এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য আব্দুল মুজিদ, শহিদুল ইসলাম পুটে, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আঃ খালেক, কবির হোসেন, রোকেয়া বেগম, আনছার আলী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আঃ হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে বাংলার মানুষ না চাইতে সবকিছু পায়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আগামী এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।