আশাশুনি সরকারি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা মঙ্গলবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের পরিচালনায় ফলাফল ঘোষণাকলে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল সহ শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোট ১২০ জন ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর হতে ২৯ ডিসেম্বর তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হবে বলে বিদ্যালয়ের অফিস সূত্রে জানাগেছে।
Please follow and like us: