সাতক্ষীরা শহরে লাঙ্গলের পক্ষে ছাত্র সমাজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সাতক্ষীরা সদরের পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জেলা ছাত্র সমাজের পক্ষ থেকে লাঙ্গলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর বেলা ১২ টার সময় সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছুজ্জামান হিমেল এর নেতৃত্বে শহরের প্রতিটি সাধারণ মানুষের কাছে পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল এর দাওয়াত পৌঁছে দেওয়া হয়। মাতলুব হোসেন লিয়নের পক্ষে এই দাওয়াত দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক সুমন, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব মনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়নের ছাত্রসমাজের আহ্বায়ক আলমগির হোসেন। জেলা ছাত্রসমাজের সহ-সম্পাদক আশিক। ফিংড়ে ছাত্রসমাজের আহ্বায়ক ইমন। সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুজ্জামান রকি। সাধারণ সম্পাদক কাইমুজ্জামান পাভেল। এছাড়া অন্যান্য নেতাকর্মী সমর্থক বিন্দু লাঙ্গল এর পক্ষ থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে ছাত্র সমাজের নেতারা বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ তারিখ অনুষ্ঠিত লাঙ্গল বিজয়ী হলে সাধারণ মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। মানুষ যাতে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারে কারোর ভয়-ভীতি ছাড়া সে ব্যবস্থা করা হবে। এবং দুর্নীতি মুক্ত সাতক্ষীরা শহর গড়ার অঙ্গিকার করেন।