‘আমার আমি দেবো মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’ এই স্লোগানে সাতক্ষীরায় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
‘আমার আমি দেবো মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’ এই স্লোগানকে সামনে রেখে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য উন্নয়নের রূপকার গণ-মানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের সকল জনগণ মহান মুক্তিযুদ্ধর চেতনায় উজ্জীবিত হয়েছে। কেউ স্বাধীনতা বিরোধীদের দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ কাতারে। সবাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে।’ সমাবেশে উপস্থিত সাধারণ জনগণের করা উন্নয়নমূলক প্রশ্নের উত্তর দেন।
বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাহিত্যিক সহিদুর রহমান, সাংবাদিক আমিনুর রশিদ,কণ্ঠ শিল্পী কামরুল ইসলাম, মাহবুব, চৈতালীসহ শিল্পী সাহিত্যিকদের সমন্বয়ে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিণত হয়। জেলার বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে কবিতা ও গানের মূর্ছনায় শিল্পকলা একাডেমি মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্মা ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।