শহীদ লস্করের মাজারে ভূমিহীন সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাবেক প্রধান উপদেষ্টা গণমানুষের নেতা, ভূমিহীন আন্দোলনের অগ্নিপুরুষ সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির ৩দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নোড়ারচক ভূমিহীন সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন আন্দোলনের অন্যতম নেতা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা এড. ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, নোড়ার চক ভূমিহীন সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ ইয়াদ আলী মোড়ল, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আইয়ুব হোসেন, মোঃ গোলাম সানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ মোঃ ইয়াদ আলী মোড়ল(পূর্ব পাড়া), সহ-অর্থ সম্পাদক মোঃ মাহতাব আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সদস্য ফিরোজুল ইসলাম, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউনুচ মোড়ল, কেনারাম মন্ডল, আমিনুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার সাইফুল্লাহ লস্কারের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও নোড়ারচকে সাইফুল্লাহ লস্কারের স্মরণসভা অনুষ্ঠিত এবং ৮ডিসেম্বর জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে।