প্রস্তুত ইসি, তৈরি এজলাস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যারা আপিল করছেন তাদের অভিযোগের শুনানি করতে প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য নির্বাচন ভবনের ১১ তলায় ট্রায়াল রুম তৈরি করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা সেখানে উপস্থিত থাকবেন।
আগামীকাল ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
তারা জানান, শুনানিতে আপিলকারীরা তাদের আইনজীবী নিয়ে আসতে পারবেন। সেখানে আদালতের বেঞ্চ এর মতো করেই তারা মুভ করবেন।
ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে দুই দিনে ৩১৮ জন আপিল করেছেন। এর মধ্যে শুধু মঙ্গলবারই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৩৪ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন। আগের দিন সোমবার আপিল করেছিলেন আরো ৮৪ জন।
এদিকে বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী হাফিজুর রহমান ও আরেক প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তবে দুই দিনেও বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষে কেউ আপিল করেননি। উল্লেখ্য, এক শতাংশ ভোটার না থাকা, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণ খেলাপি, দন্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল।