কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে মানববন্ধন
কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ওই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভা নেত্রী লতিফা আক্তার হেনা, উন্নয়ন পরিষদ মহিলা সমিতি, দলুইপুর মহিলা সমিতি, বোয়ালিয়া মহিলা সমিতি, সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন সভানেত্রী ও সম্পাদিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে উপজেলার স্বেচ্ছাসেবী ৫টি মহিলা সমিতির মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরের বিশেষ ও সাধারণ (১,২৫০০০) টাকা অনুদান হিসাবে প্রদান করা হয়েছে।