কলারোয়ার জয়নগরে বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারের কাজ চলছে
কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নের সরসকাটি থেকে ধানদিয়া পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনে সংস্কারের কাজ চলছে,১৮ বছর আগে জয়নগরে নতুন লাইন প্রতিস্থাপন করা হয়েছিল,সংস্কারের অভাবে সঞ্চালন লাইনে প্রায়ই ত্রুটি দেখা দেয়। মেয়াদোত্তীর্ণ ট্রান্সফরমারে আগুন ধরে যাওয়া এবং যান্ত্রিক গোলযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও প্রায় ঘটে। অনেক সময় ঝড়-বৃষ্টিতে তার ছিঁড়ে যায়, গরমে সঞ্চালন লাইন ওভারলোড হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিটে দুর্ঘটনা ঘটছে প্রায়ই।
এ অবস্থায় বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার ও আধুনিকায়ন করতে চলছে লাইন সংস্কারের কাজ,জানা গেছে কন্টাক্টর ইব্রাহিম কাছ থেকে, 1D এর পরিবর্তে 3D তার ব্যাবহার করা হচ্ছে,খুঁটি ৩০ এর পরিবর্তে ৪০ দেওয়া হচ্ছে,আরও জানা গেছে ১৩ জন শ্রমিকের প্রায় ৪০/৫০ দিন লাগতে পারে কাজ শেষ করতে, এ প্রকল্পের কাজ শেষ হলে ১০ থেকে ১৫ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে তারা ধারনা করছেন।