আশাশুনিতে ভূমিহীনের জমি নিয়ে ধনীকে ডিসিআর
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে ভূমিহীন জবেদা খাতুনের ডিসিআর প্রাপ্ত জমি পুনরায় ডিসিআর না দিয়ে বিল্ডিং বাড়ি ও অর্ধ শতাধিক বিঘা জমির মালিককে একসনা বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কাদাকাটি গ্রামের মৃত বজলুর রহমানের স্ত্রী ভূমিহীন জবেদা খাতুন কাছে কান্না জড়িত কন্ঠে বলেন, তার স্বামী জীবিত থাকা অবস্থায় কাদাকাটি মৌজায় ১ নং খতিয়ানের ৭৪৯ দাগের ৬৬ শতক জমি ২০০৭ সাল থেকে একসনা বন্দোবস্ত পেয়ে ভোগ দখল করে আসেন। তার মৃত্যুর পর ২০১৪ সাল থেকে জবেদা খাতুন নিজের নামে একসনা বন্দোবস্ত নিয়ে ঐ জমিতে ভোগদখলে আছেন। এবং মৎস্য ঘের মালিক আঃ হান্নানের কাছে হারি দিয়ে টাকা নিয়ে সংসার খরচ নির্বাহ করে আসছিলেন।
২০১৮ সালে দরগাহপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার অধিকারী ‘যার ঘেরের মধ্যে জমি তাকে ডিসিআর দিতে হবে’ এমন অজুহাত খাড়া করে ভূমিহীনের একমাত্র সম্বল উক্ত ৬৬ শতক জমি দ্বোতলা বিল্ডিং এর মালিক, অর্ধ শতাধিক বিঘা জমির মালিক আঃ হান্নানকে একসনা বন্দোবস্ত প্রদান করেছেন। ফলে লোকের বাড়িতে কাজ করে অতিকষ্টে জীবন যুদ্ধে খুড়িয়ে চলা ভূমিহীন জবেদা খাতুন এখন চরম বিপদে পড়েছেন।
এ ব্যাপারে প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।