দেবহাটায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র্যালী ও আলোচনা সভা
দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা দফতরের আয়োজনে ডিআরআরএ, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা, কিশোরী প্রকল্প সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আফরোজা পারভীন। বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকার, এপিটি মাসরুবা তাসনিম তানিয়া, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান, প্রতিবন্ধী শিশুর অভিভাবক শায়েমা খাতুন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার বিষ্ণপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার জিএম আল মামুন, মোস্তফা মোস্তাক আহম্মেদ, সমবায় অফিসার আকরাম হোসেন, যুব উন্নয়ন অফিসের কুতুব উদ্দীন, ডিআরআরএ’র এপিটি আছাদুল ইসলাম, হিসাবরক্ষক সুকুমার রায়, তৃপ্তি খাতুন, নমিতা মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের বিভিন্ন দাবিদাবা নিয়ে নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া উপজেলা সমাজসেবা দফতর থেকে প্রতিবন্ধী ৪জন শিশুকে ওয়ার্কার ও ৪জন শিশুকে স্ট্যান্ডিং ফ্রেম প্রদান করা হয়।