সারাদেশে ৭৮৬টি মনোনয়ন বাতিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে জমা পড়া তিন সহস্রাধিক মনোনয়নের মধ্যে ৭শ’ ৮৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর বৈধ হয়েছে ২ হাজার ২শ’ ৭৯টি মনোনয়নপত্র।
রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
সারাদেশে জেলাভিত্তিক রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানায় ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে তিনশোটি আসনে মোট ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহ বিভাগে ২৩৬টি, ঢাকা বিভাগে ৭০৮টি, সিলেট বিভাগে ১৭৭টি ও চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন জমা হয়।
এদিকে ঢাকা-৮ আসনে সবচেয়ে বেশি ২২টি মনোনয়ন জমা পড়ে। আর মাগুরা-২ আসনে জমা পড়ে সর্বনিম্ন ৪টি মনোনয়নপত্র।
তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর অংশ হিসেবে ২৮ নভেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দের তারিখ আগামী ১০ ডিসেম্বর।