কালিগঞ্জে মাস ব্যাপী ভ্রমমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় টেকাব প্রকল্পের ১ মাস ব্যাপী ভ্রমমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন হয়। টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধম্যে উপজেলা পর্যায়ে মাস ব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের, উপজেলা নির্বাচন অফিসার জামিরুল হায়দার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুব উন্নয়ন অফিসের ক্যাডিট এন্ড মার্কেটিং অফিসার নিলুফা ইয়াসমিন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, প্রশিক্ষক মোজাফ্ফার হোসেন, সহকারী প্রশিক্ষক রুপালী বিশ্বাস প্রমুখ। প্রতি দিন ভ্রমমাণ কম্পিউটার গাড়ীতে প্রতিটি শিফটে ১৩ জন করে ৩টি শিফটে ৪০জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রতি দিন ২টি শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১টা, বিকাল শিফটে ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে টেকাব প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবকরা সনদপত্র পাবেন এবং তারা পরবর্তীতে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।